ptmr01

ptmr02

ধান ও গম কাটার মৌসুমে কৃষি মজুরের অভাব প্রকট হয়। আশঙ্কা থাকে প্রাকৃতিক দুর্যোগের। যেকোন সময় প্রাকৃতিক দুর্যোগ এসে পাকা ধানে মই দিতে পারে। ধান কাটতে দেড়ি হলে যেকোন সময় অতিবৃষ্টি বা ঢলের পানি এসে ডুবে যেতে পারে সোনার ফসল। এমন সঙ্কটাপন্ন দিনে কৃষকের দুর্ভাবনা দূর করে সমাধান দেয় নবতি রিপার। আপনার ঘরে বা পাশের বন্ধুজনের কাছে যে পাওয়ার টিলারটি অলস পরে রয়েছে সেই টিলারটির সাথে সংযুক্ত করে নিন নবতি রিপার। আর কেটে ঘরে তুলুন দিনে ৮-১০ একর জমির ধান।

       
বিনির্দেশ (Specification)

মডেলঃ

এন আর-১২০ পিটিএম

চালিকা যন্ত্রঃ

প্রচলিত ৮ থেকে ২০ অশ্বশক্তির এব মডেলের পাওয়ার টিলার।

যন্ত্রের ধরনঃ

ধান ও গম কর্তন যন্ত্র।

কর্মক্ষমতাঃ

প্রতি ঘন্টায় ১ খেকে ১.৫ একর জমির ফসল কাটা যায়।

কার্যোপযোগী জমিঃ

শুকনো, ভেজা বা সামান্য পানি জমে থাকা জমি, যেখানে পাওয়ার টিলার নির্বিঘ্নে চলতে পারে।

ফসলের অবস্থাঃ

খাড়া বা সামান্য হেলানো ফসল ভালভাবে কর্তন করা যায়।

কর্তনের উচ্চতাঃ

৩ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি উচ্চতায় ফসল কাটা যায়।

কর্তনের প্রশস্ততাঃ

১২০ সেন্টিমিটার বা ৪ ফুট।

পরিচালন পদ্ধতিঃ

রিপারটি একটি 'কেবল' (তারের দড়ি) এর প্রান্তে সংযুক্ত লিভারের সাহায্যে ২ ধাপে কর্তন করা যায়। ৩য় ধাপে কর্তন ছাড়া রিপারটি পরিবহনের জন্য প্রস্তুত থাকে। লিভারটি পাওয়ার টিলারের হাতলের সাথে যুক্ত থাকে। পাওয়ার টিলার পরিচালনা যথাযথ নিয়ম অনুযায়ী চলবে।

ধান কর্তন পদ্ধতিঃ

১৭টি নিচের ব্লেড ও ১৬টি উপরের ফসল কর্তন করা হয়। উপরের কেঁচি ব্লেডগুলো প্রতি সেকেন্ডে ৫-১০ বার চলাচল করে ধান/গম কাটে।

ধান সারিবদ্ধভাবে রাখেঃ

৪টি ঘুর্ণায়মান 'স্টার ফিডার' (তারা আকৃতির যন্ত্রাংশ) এবং ২টি চেইনের সাথে সংযুক্ত ২০+২০=৪০টি লোহার পাতি (লাগ) এর সাহায্যে কর্তনকৃত ফসল সারিবদ্ধভাবে ডানদিকে গুছিয়ে রাখে।

ওজনঃ

কম/বেশি ৯০ কেজি।

পরিমাপঃ

১৫২ x ১১৫ x ৫৫ সেন্টিমিটার।